Wellcome to National Portal
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০২২

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ়করণে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক “আন্তঃধর্মীয় সংলাপ-২০২২’’


প্রকাশন তারিখ : 2022-12-17

অদ্য ১৭ ডিসেম্বর, ২০২২ শনিবার সকাল ৯:০০ ঘটিকায় ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারস্থ বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ়করণে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক “আন্তঃধর্মীয় সংলাপ-২০২২’’ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান জনাব মো: ফরিদুল হক খান, এমপি। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব সুপ্ত ভূষণ বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড. নমিতা হালদার এনডিসি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো: মুনিম হাসান, সেব এন্ড সার্ভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব সৈয়দ তৈয়বুর বাসার সভায় উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভিক্ষু সুনন্দপ্রিয়,  বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, সম্প্রীতি বাংলাদেশ এর যুগ্ম-আহ্বায়ক প্রফেসর ডা: উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট উইমেন ফেডারেশন এর সভাপতি অধ্যাপক ডা: দীপি বড়ুয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা: দীলিপ কুমার ঘোষ, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, জাতীয় কমিটির চেয়ারম্যান মি. সতু বড়ুয়া প্রমুখ।  

উক্ত সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশ কওমী মাদারাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর মহাপরিচালক জনাব মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার এবং ঢাকা মহাধর্মপ্রদেশ আর্চবিশপ বিজয় এনডি ক্রশ প্রবন্ধ উপস্থাপন করেন।

অতিথিবৃন্দ এই আন্তঃধর্মীয় সংলাপ-কে সময়োপযোগী উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে বলেন, সকল ধর্মের প্রতিনিধিবৃন্দ আজকে একত্রে সমবেত হয়েছি। এতে প্রতিয়মান হয় যে, বাংলাদেশ সকল ধর্মের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির ছায়াতলে বসবাস করছে। আমাদের সকলে একতাবদ্ধ হয়ে সমৃদ্ধশালী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

প্রধান অতিথি জনাব মো: ফরিদুল হক খান, এম.পি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও শিখ ধর্মের জনগণ মিলেমিশে বসবাস করছি। বিরাজমান ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এসডিজিসহ মাননীয় প্রধানমন্ত্রীর সকল মহাপরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নত দেশের পরিনত করার জন্য আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সংলাপ অনুষ্ঠানে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

জয়দত্ত বড়ুয়া

সচিব

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।